তলোয়ারে জং কেন তোর?
মনে এত রঙ কেন তোর?
সুখেতে আছিস বলে, ভুত তাড়ালি?
ভুতে আজ কিলায় না বলেই, সব হারালি।


তুই তো গুনছিসরে খুব তসবীর দানা
ওয়াজ করে নিচ্ছিস টাকা ষোল আনা।
করছিসতো দলবাজি আর ডিজিটাল জিকির
পকেটটা ফুলিয়ে নেওয়ার ফন্দি ফিকির।


জনগণ মানছে তোকে এই মূর্খের দেশে
মন চায় থাপ্পড় দেই তোর গালে কষে
কোথা থেকে বানালি এই ভ্রান্ত কিতাব।
ধর্মটা বেচে কি খুব করছিসরে লাভ?


মানুষের মাঝে নিয়ে আসছিস সেই ভেদাভেদ
তর তরীতেই পা রাখলেই ভুলবে বিবেদ।
হক পথের কথা বললেই, পেচাবি ত্যানা
জান্নাতের সব জমিন তো তর আব্বার কেনা।


মানুষজন খুবতো তর পা চাটে
বসেতো থাকিস খুব আরাম খাটে
জাহান্নামে যেদিন থাকবি হে! ভ্রান্ত খবিশ
মুরিদরা তোরে আগুনসহ করবেরে কিস।


তলোয়ারে জং কেন তোর?
মনে এত রঙ কেন তোর?
সুখেতে আছিস বলে, ভুত তাড়ালি?
ভুতে আজ কিলায় না বলেই, সব হারালি।