আমাকে অবহেলা কর হে বন্ধু
নিঃসরণ কর নিকৃষ্ট বাক্যবাণ,
আমি মেনে নিব আত্মশুদ্ধির তরে
যত খুশি তোমার কর অপমান।


আমার ত্রুটিগুলা বৃহৎ করে
মেলে ধর লোকচক্ষুর সম্মুখ,
আমি দেখে নেব বড় যত্ন করে
হবনা কখনো তোমার বিমুখ।


কৃতজ্ঞতায় আর যপে তপে
করব তোমায় সশ্রদ্ধ প্রণাম,
দুর্বলতা আমার উচিয়ে ধরে
সবল হতে বেশি কর বদনাম।


নিন্দুক কখনও ভাববনা তোমায়
ভাঙ্গবেনা মন, সহ্যের আস্তরণ,
জানব তুমি আমার পরম সহচর
উপকারী তুমি, বিশ্বস্ত স্বজন।