মনটা যেন এক বিশাল কবর
পাজরের হাড়ে গড়েছি বেড়া,
শেয়ালে যেন না টানে লাশ
আরামে ঘুমাক সব হতচ্ছাড়া।


এখানে শুয়ে আছে মানবতা
সুন্দর সুঠাম আর সবল দেহ,
মরেছিল বেচারা সিরিয়াতে
খবর কোনদিন রাখেনি কেহ।


এই যে দেখ বিবেকের লাশ
যেমন ফুটফুটে তেমন তরুণ,
সেও মরেছিল সেই কালোরাতে
ধর্ষিত হয়েছিল রোহিঙ্গা বোন।


চুপটি করে কে শুয়ে আছে?
এ যে দেখছি আমাদের নীতি।
ছোট্ট মেয়েটি ছিল শান্ত ভীষন
একে খুবলেছে ইজরায়েল রীতি।


এই কঙ্কালটা কিন্তু মনুষ্যত্ব 'র
দিয়েছিল আমায় মানুষের বোধ
তোমাদের মিডিয়া ভয় দেখিয়ে
করেছিল একেবারে শ্বাস রোধ।


এরা এখানে আছে চুপটি করে,
জেগে যদি উঠে কোনো দিন।
পেতে যদি চায় পুনর্জন্মের স্বাদ
আটকাতে পারবে? রুশ-মার্কিন।