যে সমুদ্রে ডুবছি আমি, সেখানেই তোমার প্রমোদ তরী
যেখানে তোমার হাসি খেলা -সেখানেই আমি ডুবে মরি।  


যে আকাশ ভেঙ্গে চুরে আজ, আমার মাথায় লেগেছে চোট
সেই আকাশে ভাসছ তুমি -উড়িয়ে রঙ্গীন প্যারাশুট।


পৃথিবীর এই দূষিত বাতাসে, সঁপেছ তোমার জীবন মন
আর আমি তোমার ফুসফুস হয়ে, শুধরে যাচ্ছি আজীবন।  


তুমি যদি হও বরষার কদম, আমি তবে সেই বৃষ্টির জল
তোমাকে ধুয়ে, মাটিতে শেষে- কাদা মেখে যাই অনর্গল।