অতঃপর!
কোন এক অখন্ড অবসর,
স্মৃতির পাতা জুড়ে যদি আসে কোনও নাম
মনের আঙ্গিনায় যদি বাজে কোন ধ্বনি
রুখে দিতে পারবে সে কণ্ঠস্বর?


পাথরের বুকে
যেমন নদী ঠুকে মাথা
বদলে নেয় তার গতিপথ,
বাস্তবতার দেয়ালে আটকে ফিরে
তুমিও নিবে অন্যপথ?


মেঘলা দিনের রংধনু আর
থাকবেনা সে স্বপ্ন মেঘে,
বজ্রধ্বনি মহান সত্য হয়ে
আকাশ কি নিবে ছেয়ে?


চোখের কাজলে লিখেছিলে নাম
চোখের জলেই যাবে মিশে?
ভালোবাসা যদি হয় মহাসত্য, তবুও
জায়গা পাবেনা সে?