আমি হাসি দেখেছি, ছোট ভাইয়ের পোকা ধরা দাতে
মধুর আওয়াজ, করেনিতো রেওয়াজ, হাসে রাতে প্রাতে।
আমি রাগ দেখেছি - প্রায়শই বাবার রক্তবর্ণ চোখে
হলে অবাধ্য, রুখে কার সাধ্য, মারত নাকে মুখে।
আমি গভীরতা দেখেছি, স্নেহময়ী মায়ের মমতা ভরা বুকে
কত্ত আদর, স্নেহের নহর, জীবনটা কাটিয়েছি সুখে।
আমি অভিযোগ দেখেছি, কনিষ্ঠ বোনের অভিমানী মুখে
বেনী আনেনী, কথা রাখেনি, দাদা সে আবার কীসের?
আমি দুঃখ দেখেছি, দাদী বিয়োগান্তে শোকার্ত পরিবার
বুকের ভেতর দাউদাউ আগুন, জ্বলেপুড়ে সব ছারখার।
আমি যন্ত্রণা দেখেছি, চোখের সামনে স্বপ্নরা পিষে যেতে
গরীবের সংসার, স্বপ্ন সে কি আবার, মরেছে শত আঘাতে
আমি অভাবকে দেখেছি, দ্বারে মোদের করতে কুঠারাঘাত
পেটের পীড়ায়, শুকনা চিড়ায়, কাটিয়েছি কত যে রাত।
আমি তৃপ্তি পেয়েছি, মাদুর পেতে একসাথে খেতে খেতে
উদরপূর্তি আহা!  কি ফুর্তি, অনাবিল আনন্দে উঠে মেতে
আমি উষ্ণতা পেয়েছি, শীতের দিনে জীর্ণ কম্বলের নিচে
মায়ের রূপকথায়, বাবার কটুকথায়, ভয় পেয়ে একটু মিছে।
আমি পোড়া দু চোখে এখনো শুধু পাইনি বিত্তের দেখা
বৃত্তের ভেতর আটকেছে এ জীবন, দারিদ্রের পরিধি রেখা।