এখনো আমার খেলনাগুলো ফেলনা হয়ে আছে পড়ে
চোখ পড়েনা আমার আর ছোট্ট ঐ খেলার ঘরে।
সবকিছুই চুপচাপ আজ এক শোনশান নীরবতায়
স্মৃতিগুলোই যা জমে আছে ডায়েরীর কয়েক পাতায়।
আমি বড় হয়ে গেছি তবে, হতে চেয়েছিলাম যে বড়
হারিয়ে ফেলেছি খেলনা বাটি আমার খেলাঘরও ।
বাস্তবতার আচড়ে পড়েছে চরিত্রে লক্ষ দাগ
সময়ে আমার কাজ-অকাজ বসিয়েছে সিংহভাগ।
তারপরও যখন কোন শিশুকে রাস্তায় খেলতে দেখি
মিল খুজি তার আর আমার, আমরাতো আছি একই।
চেহারাই আমার বুড়িয়ে গেছে, গায়ে কলঙ্কের গন্ধ
মনতো এখনো শিশুর নিবাস তবে কেন অন্তর্দ্বন্ধ।
আমার হাতি লাটিম ঘোড়া, মাটির ছিল কতকিছু
সবই প্রায় বদলেছে আজ তাও ছাড়িনা তার পিছু ।
প্লাস্টিকের গন্ধে খুজে নেব এটেল মাটির স্বাদ
মাটি আমি, মাটিতে তো সবই মাটিতো ঐ চাঁদ।