এখানে জীবনের হাট বসে
লেনদেন এ ফুরায় সময়,
এখানে উৎসব মৃত্যুর সাথে
চেনা অচেনায় পরিচয়।


এখানে আসি তুমি আর আমি
আশরাফ থেকে কত আতরাফ,
সবাই মিলায় ধূলার ভাজে
মাঝে জীবন, কিছু অনুতাপ।


অহংকারে মাটি পায়না পা
হাওয়ার ঘড়ি চলে টিকটিক,
উপর থেকে ঘণ্টা বাজলেই
পাল্টে যাবে চলার দিক।


জীবন কাওকে খুজে ফেরে
চিনতে চায় কেন একে অপর?
স্বার্থের লেজে লাগলে খোঁচা
কে বা আমি, কে বা তোর।


হাট বসেছে জীবনের এখানে
হাজারে হাজার ক্রেতার গল্প,
সময় দিয়ে সব কিনে নাও
সূর্য্যি পাটে, সময় অল্প।