বট, শিমুলের ডাল ভেঙেছে
হচ্ছি দেখে কাতর,
ফুল, ফসলের ঝরছে রেণু
তাই দেখে হই পাথর।
খাঁচার পাখি ছটফট করে
পাচ্ছে নাকো ত্রাণ,
কুকুর, বিড়াল অনাহারে
দেখেই কাঁদে প্রাণ।
মুখ-থুবড়ে মানবতা
পড়ছে দেখি ওই,
পাশ কেটেছি যাচ্ছি চলে
ভাবছি, নিজে নিরাপদে রই।
মারছে মানুষ, অকাতরে মরছে মানুষ
করছি না-তো আহা !
ফুল, পাখি আর গাছ নিয়ে যে,
কাতর, পাথর সবই মিছে ডাহা।