ডাকছে মেঘ পড়লো বাজ
ধুঁকছে ডালে পক্ষিরাজ।
ভাঙছে গাছ উঠলো ঝড়
উথালপাতাল বাড়িঘর।
ঘুরছে মাথা ছিঁড়লো ছাতা
ঘূর্ণিপাকে বইয়ের পাতা।
বইছে হাওয়া ঝরলো ফুল
ছলাৎ ছলাৎ নদীর কূল।
উড়ছে ধুলি কাঁপলো মাঠ
পথিকশূন্য রাস্তাঘাট।
ফুলছে খাল নামলো ঢল
উছলে পড়ে নদীর জল।
ভাসছে ফসল ডুবলো দেশ
ডুবলো মানুষ সর্বশেষ।