দমকা হাওয়া নাচতে দেখে
নাচে নদী মেঘ তরঙ্গ,
চারণমাঠে নাচতে নামে
ঘাসফড়িং আর ফুল-বিহঙ্গ।
পূর্ণিমাতে জ্যোৎস্না নাচে
আবছা রাতে জোনাকি,
ফুলে ফুলে ভোমর নাচে
মনের মাঝে সুখপাখি।
আকাশব্যাপী বজ্র নাচে
শ্রাবণ মাসে বানের ঢল,
দুর্বার আগায় শিশির নাচে
খুকির পায়ে চাঁদির মল।
মুষলধারে বৃষ্টি নাচে
কচুপাতায় জলফোঁটা,
খঞ্জন নাচে সারাটা দিন
চড়ুই নেচে পায় খোঁটা।
বাঁশির সুরে সাপটি নাচে
সঙ্গে নাচে সাপুড়ে,
ঘরের চালে দোয়েল নাচে
গাছে-পাতায় পিঁপড়ে।
ময়ূর নাচে পেখম খুলে
দাঁড়কাকও নাচতে চায়,
বানর নাচে গাছে গাছে
নওশা নেচে শরম পায়।
নাচ না এসব যাচ্ছেতাই
নাচের নামে টং টাং,
নাচ-টা আমার শেখা আছে
নাচতে গিয়ে চিতপটাং।