চাঁদ উঠেছে মেলা বসেছে
জাজিয়া মাওয়ার ধারে,
যার প্রেরণায় এমন মেলা
প্রণাম করি তারে।
পিতা দিলো স্বাধীন ভূমি
কন্যার উন্নয়ন,
পিতা-কন্যা দুজনাই
দেশ-দশের নয়ন।
শ্যামল বিমল সোনার দেশে
কোমল ছয়টি ঋতু,
এরই মাঝে দৃশ্য হলো, ওয়াও !
স্বপ্নের পদ্মাসেতু।
কল্পলোকের পদ্মাসেতু
মর্ত্যে আবির্ভাব,
বিশ্বে সেতুর পড়ছে প্রভাব
দূর হবে অভাব।                                                                            
আসুন আসুন দেশের তরে
ছেড়ে অজুহাত,
একাত্তরের ঐক্য-অটুট
আনবে সুপ্রভাত।