কত অশ্রু ফেলেছ সখী,ঐ নিষ্পাপ চোখে!
কত লাভা বয়ে গেছে,ভিসুভিয়াসের  বুকে!!
তবুও হারমানে চাঁদের আলো,,
রয়ে যায়,ওই চোখ কাজল কালো।।


কত স্বপ্নের নদী বহে,ভাঙনে -গড়নে!
কত ঠাঁই খুঁজে মরে,সিকস্তি উজানে!!
তবুও ভয় নাই,সুখ পাও বিলিয়ে,
টিপ-টিপ টানাটানা, মিষ্টতা ছড়িয়ে।।


কতটা বিভোর হয়ে,সয়ে রও বিষপাণে!
ইন্দ্রজাল ছিঁড়ে-ছিঁড়ে,ভরে যায় লোনা বানে!
তবুও বর্ণচোরা,দানাবাঁধে কাঁচঘরে,
সকাতরে ফিরে ফিরে,চাহনিতে মন কাড়ে।।