আবার যদি আসতে তুমি
এই বাংলার পতিত জমি, হারিয়ে যাওয়া মায়ানদী
লকলকিয়ে দোলত ফসল, বই তো ধারা নিরবধি।


আবার যদি আসতে তুমি
তপ্ত মরুর বিশাল মাঠে, পদ্মা মেঘনার ভাঙ্গন তাড়ি
সবুজ বনের আচ্ছাদনে, উঠ তো জেগে বসত বাড়ি।


আবার যদি আসতে তুমি
বন্ধু প্রতিম মহান হৃদে, আকাশ ছুঁয়া স্বপ্ন ডানায়
আশার ভেলা মনো দোলা, ভরে যেত কানায় কানায়।


আবার যদি আসতে তুমি
আকুল করা ভাষণ নিয়ে, দেশদ্রোহীদের কাঁপন লাগা
আঙ্গুল তোলা সাতই মার্চে, বাঙ্গালীদের চেতন জাগা।