কবিতারা আজ আর ভিড় করেনা মনের জানালায়
কেন জানি ওরা শাপদসংকুল পথের কিনারায় হাটে,
অলস দুপুরে আসে সংগোপনে আলতো কলিং বেল টিপেই লাপাত্তা
ধরতে চাইলে চোখে ধুলো ছিটিয়ে যায় অবলিলায়
তবোও খুঁজে ফিরি আনমনে ধূ ধূ মরুর মাঠে।
বৈশাখের প্রথম রঙিন প্রহরেই দেখি আহত মানবতার কান্না
আধুনিক উন্মাদনার কাছে প্রগতির আত্নসমর্পন
কাঙ্খিত স্বপ্নের করুন পরাজয়ে কবিতারা নির্বাক,
আলোচিত সময়ের হাতছানিতে দিশাহারা সমাজ
কচ্ছপ গতিতে এগিয়ে যায় বিবেক------
জ্বলন্ত আগ্নেয়গিরির পাশে ধীর মলিন মুখে
কবি লিখে কাব্য স্ব-উন্মাদ বালিকার নগ্ন বুকে।
আধুনিকতা আজ কোন চুড়ান্ত শিখরে?
স্বাধীন কিশোর-কিশোরীর আলপনার তুলিতে আঁকা
আহত বৈশাখ বিনম্র মানবিকতার করুন গানে প্রশ্নবিদ্ধ।
সম্ভ্রম হারানো বালিকার চিৎকার থামেনা কোন ফলকের আধারে
প্রতিধ্বনিত হয় কেবল আউলা বাতাসে!
আনন্দ মেলার খোলস ছিড়ে স্বরূপ উন্মোচন দানবের গ্রাসে।
প্রশ্ন রেখে যায় কবি,,,,,,,,!
এসো হে বৈশাখ, এসো এসো
এ কোন আহ্বান?
আনন্দ চাই, উৎসব চাই, শান্তি, শৃঙ্খলা, প্রগতি চাই,
শুধু, চাইনা কখনো আনন্দ উন্মাদনা নামক বেহায়াপনা!!