আমাকে লড়াই শেখাতে এসো না!
আমি তো সেই আমি!
যে আমি দৌড় শুরু করেছিলাম
চল্লিশ লক্ষ প্রতিযোগির সাথে।
আটপৌরে কোন উপলক্ষ নয়,
ভীষণ ক্ষীপ্রতায় অবিরাম
মরণপণ টিকে থাকার লড়াইয়ে।
সবাইকে পিছনে ফেলে
টিকে থাকি একমাত্র আমি,
বাকিরা সব পরাজয়ের গ্লানি সইতে না পেরে
মুখ থুবড়ে পথেই মারা যায়।
বিজয় উল্লাসে ভাসতে ভাসতে
দশ মাসের অন্ধকার ভ্রমন শেষে
পরিস্ফুট এই আমি মানব রূপে
পৃথিবীর রঙ্গমঞ্চে।