সেদিন ক্লাসে ব্যাপনের সংজ্ঞা পড়াচ্ছিলাম
যখনই অভিশ্রবনের দিকে যাচ্ছি-
শেষ ব্রেঞ্চের এক ছাত্রের প্রশ্ন-
স্যারঃ আজকাল যে হারে তিল থেকে তাল হচ্ছে!
তা কি ব্যাপনের আওতায় পড়ে না?
কিছুক্ষণ ভাবলাম!
গুজব আর দূর্নাম তৃনমূল থেকেই উত্থান!
ব্যাপনের মতোই ঘন মাধ্যম থেকে
চারদিকে ছড়িয়ে পড়ে;
এর শেষ ঠিকানা কোথায়?
তাকে বলতে পারিনি সেদিন!