মাঝে মাঝে ভাবি বসে
অপেক্ষা যে কাটে না,
একটু দুরে ঐ টেবিলে
মোবাইল কেন বাজে না।
সারা দিনের ক্লান্তি শেষে
শরীর যখন করে বাম,
তখনকি আর আয়েশ করে
কথা হবে অবিরাম?
মনে মনে লিখে চলি
কত শত কবিতা,
সময় সূযোগ হয়না কভু
খাতায় তোলা সবই তা।
বলদ গরু বাঘ চিনেনা
বলতো লোকে একদা,
বুঝি এখন সত্য বচন
আরো কত উপমা।
ছোট্ট বেলার সব ক্ষমতা
বিয়োগ হলো আপনাতে,
ফেরানো আর যাবেনা তা
দিবা নিশির কান্নাতে।