কথার কথা অনেক কথা
তপ্ত কিংবা শীতে,
বাক হারাও কথা বলে
ইশারা ইঙ্গিতে।


কথা যখন খেই হারিয়ে
মুখ ফসকে ভাগে,
কথার মালিক দুয়ে মিলে
ভীষণ ঝগড়া লাগে।


সোজা কথা বেফাঁস কথা
তিতা কিংবা মিষ্টি,
কানে মুখে কিছু কথা
ঘটায় অনাসৃষ্টি।


মেঘ ঘুরঘুর জঠর জ্বালা
প্রসব ব্যথায় মরে,
গোপন কথা প্রেসার দোষে
অকালপক্ব ঝরে।


ভ্রান্ত কিংবা উচিত কথা
সূত্র মেপে চলে,
জ্ঞানী জনের মূল পরিচয়  
অল্প কথা বলে।