আমার একটা স্বপ্ন ছিল
সুর-তাল ছন্দ মিলের কোন কমতি ছিল না
মাত্রা-লয়ের বিন্যাসে পরিপাটি সাজানো গুছানো!
হঠাৎ একদিন কি যে হলো মুহূর্তেই অতীত হল।


অতলান্ত কালের গর্ভে
কোথায় যেন হারিয়ে গেল! আর ফিরে এল না!
হেমন্তের আমন ডগায় চিক চিক শিশির কণা
উপচানো প্রেমের পরশে ফুঁসছে সাপের ফনা।


বৈকালিক গোধূলি বেলায়
এখন আর বাজেনা রাখালিয়া পথে সপ্ত সুরের রাগ
অষ্টাদশীর নগ্ন পায়ে সুর তুলে না মায়াবিনী নূপুর
এ পথ এখন নগরায়নের রাহুগ্রাসে চৈত্রের দুপুর।


অতিথি পাখির সরব আগমনে
প্রতিনিয়ত দানবের হানা স্বপ্ন ভাঙ্গায় দীর্ঘ পথচলা
বোধের শরীরে পেরেক ঠুকে চলছে নিষিদ্ধ উৎসব
প্রযুক্তির নিষ্ঠুর প্রয়োগে ফাঁস কলে আটক পরাভব।