মাছরাঙ্গার নিশানা ব্যর্থ
নিষিদ্ধ কারেন্ট জাল ঘেরা জল মহাল নীরবে কাঁদে,
অভয়ারণ্যের ফাঁকে সুসজ্জিত আধুনিক তস্করের নির্লজ্জ আনাগোনা,
সংখ্যালঘুর অধিকারে গুরুদের নিষ্ঠুর হানা।
শূন্য কলসি কাঁখে ঘরমুখো কলঙ্কিনী অষ্টাদশীরা
ধীর পায়ে হাঁটে বেহায়া যৌবনের আকর্ষণে
প্রলুব্ধ পঙ্গপাল রাহুর গ্রাসে পুড়ে মরে,
কে জানে অবেলায় কোন ইশারা শক্তিবলে।
পুঁজিবাদের উত্থানে প্রকৃতির উজ্জ্বল হাসি
নিরেট ভরসার ফাঁদে প্রান্তিক জীবনের প্রাপ্তি,
আরো চাই তার, যার আছে অঢেল ব্যাপ্তি।
আধুনিক যুগের নগ্ন খেলায়
চাহিদার শূন্য ঘরে অন্ধকারে ঝুলছে তালা,
ভরা কলসি পড়ছে উপচে
তবুও থামেনা পুঁজির জ্বালা!