কে আমি ! কি পরিচয়?
ছিলাম কোথায়, আর যাবো কোথায়, কোনসে তেপান্তরে?
আগমনের কিইবা হেতু কেবা বলতে পারে!  
কোন বাণিজ্যের প্রবল নেশায় মত্ত হয়ে মরিমরি
সওদাগরের সওদা বিনা, খালি হাতে ভব সাগরে ভাসে তরী ।
ঘূর্নিঝড় আর জলোচ্ছাসে ভাসায় ডুবায় এই খেলাতে
কোন কারিগর হাল ধরে আর ইচ্ছে হলে ছাড়ে!
পাপ পুণ্যের বিধান রেখে, নিজের হাতে নাটাই নিয়ে দিচ্ছে দোলা, কোন মহাজন?
আপন মনে খেলছে এমন নিঠুর খেলা ।
ভালোবাসার  অপার নজির, নাম ঘোষনায় শ্রেষ্ট প্রকাশ, আরো কত প্রতিশ্রুতি
তবে কেন টালবাহানা ভুল করিলে দিচ্ছ সাজা
ও মহাজন, কোন সে আইনের বলে ?
আমার ঘরে বসত করে যদি তুমি দিন কাটালে, তবে কেন ভুল করালে!  
সৃস্টির মাঝে মিশে থাকো দমের চাইতেও কাছে,
হাসাও কাঁদাও অবিরত ইচ্ছে মত শাসন কর, যেমনি নাচাও নাচি।
সত্য ন্যায়ের কথা বলে, সাম্যবাদী নামটি ধরে
ও কারিগর প্রশ্ন আমার -----------
কেন এত প্রভেদ দিলে? কোন মোহে পড়ে?  
                  
                 --------(অসমাপ্ত)