সত্য বলে কাঁদাও মোরে
মিথ্যার জালে ফাঁসিও না,
অলিক স্বপন মধুর হলেও
রাত পোহালে থাকে না।


হাসিমুখে অপ্রিয় বচন
শত কষ্টে সয় তনু,
মেঘে ঢাকা আকাশ ফুঁড়ে
যেমন উঠে রংধনু।


বিশ্বাস মূলে চাই না আঘাত
যখন তখন চিড় ধরা,
মরুর বুকেও বৃষ্টি নামায়
মন পবনের রোদ-খরা।


ভালবাসা হোক পবিত্র সদা
কাম-কাঁটা জয় করে,
আঁধার ভেদী আসবে রবি
সোনা ঝরা ক্ষন ভরে।


সত্য বচন মহা তিক্ত হলেও
ফলাফল  মিষ্টি হয়,
মিথ্যায় ভরা  আপাত সুখ
দিবা সনে নাহি রয়।