বিশ্বকাপ ফুটবলের আমেজে কাঁপছে এখন বিশ্ব
শিশু-কিশোর, যুবা-বৃদ্ধ সব বলয়ে উঞ্চ বাতাস,
হাটে-মাঠে সর্বস্থরে দেখি বেনার-ফেষ্টুনে সয়লাব
আড্ডার আসরে নিজ ভুলে অন্য প্রকাশ।
মুখেই বলি কেবল আমার সোনার বাংলা,
প্রতি বছর দিবস আসে স্বাধীনতার
বিজয়ের কিংবা মাতৃভাষার,
গলা ফাটাই স্লোগান-মিছিলে
জীবন দিয়ে রাখবো দেশের মান,
ফটোগ্রাফি প্রতিযোগিতায় মগ্ন সবাই
নেটে কার ছবি আগে হবে আপলোড!
জাগ্রত চেতনায় আমরা দেশপ্রেমী জনতা,
অথচ আজ দেখি ভিন্ন
দেশপ্রেম  ছিন্নভিন্ন!
আমার সোনার বাংলার আকাশে উড়ে লক্ষ-কোটি
ভিনদেশি পতাকা।


প্রগতির ভাবনা
আনন্দ চাই, উৎসব চাই
চাই সামনে এগিয়ে চলার প্রেরণা,
চাই না শুধু আনন্দের নামে নিষ্টুর উন্মাদনা।
উদযাপন করবো উৎবস উল্লাসে আনন্দ-বিনোদন
তবে, নিজ পতাকার অবজ্ঞায় নয়,
সমুন্নত রেখে।