যদি চলে যায় লোকালয় ছেড়ে
নিদ্রিত রাত্রি ফেলে, উন্মুক্ত আঁখি চেয়ে,
যদি দেখা না হয় কোন অষ্টপ্রহরে
হাজারো জনতা ভিড়ে চেনা মুখ সাদৃশ্যক্ষনে
তব ক্ষমা করে দিও মিনতি আমার!
খুলে আপন আলায় দুয়ার
থেকোনা ব্যর্থ অপেক্ষায়।
লোনা জলে ভাসে সুখের অসুখ
দেখনি প্রেয়সী আমার ছিড় কুট?
কি লেখা ছিল গোপন মায়াবিনী-
এত দেখি তবু তোমায় দেখিনি।
বুক মাঝে তোমার রুপরস
ঢেলে প্রত্যহ বেড়েছে বয়স
অবহেলা করে মিলন বাসর
বিপন্ন হয়ে ভাঙ্গি হার-পিঞ্জর।
যত দূরে যাও যেখানে যাও
চেয়ে দেখো অনিন্দ্য সুন্দর
কল্পনাতে তুলে নিও মোরে
তোমার বুকে বসন্ত সুরোভি ছড়িয়ে।
কে বাঁচে ভূলে ভরা প্রেম বিনে?
যদি ফিরি ফের পৃথীবিতে পূর্নবার
খুঁজে নিবো যেন ঠিকানা তোমার
মনের প্রণয়ে বিক্ষুব্ধ ঝড় উত্তালে
হ্রদয় প্রাণে বেঁধে কাটাবো বসন্ত অবসর।