শুভ্র চুলের নানা আমার
আসতো আগে বেশ,
কোথায় যেনো হারিয়ে গেছে
ঐ সুদুরের দেশ।
ফোকলা দাঁতে হাসতো নানা
কাশতো খুব বেশি,
শারীরবিদ্যা দেখাতো নিয়ে
শুকনো ভাঙ্গা পেশি।
জানতো সে যে, গল্প অনেক
রাত্রি ভরে বলতো,
পানের পরে পান চিবাতো
রস গলে পড়তো।
নানা আসলে আমার সেকি
কি যে লাগতো ভালো,
বাসতো ভাল সবাইকে সে
ধনি, গরিব, কালো।
নানা আমার জন্য সাজতো
সখের টাট্টু ঘোড়া,
মা যে আমার আসতো তেড়ে
বলতো মুখ পোড়া।
কোথাও যদি মেলা লাগতো
আমায় নিয়ে যেতো,
হাওয়াই মিঠাই, বাতাসা
আমায় খেতে দিতো।
ও নানা তুমি, আবার আসো
আমার কাছে ফিরে,
তোমায় ছাড়া খুশি আমার
হারায়েছে এ নীড়ে।