বিকশিত শৃঙ্গে আকর্ষিত রঙ্গে
কামনার বিচরণ অসংযত আচরণ
চঞ্চল অঞ্চল সাগর তটে।
মধুর তরঙ্গে জাগরণ অঙ্গে
বসন্ত উত্তাল বাসন্তী মাতাল
চুম্বন কামনা মানস পটে।
প্রজাপতির ডানায় ফাগুনের হাওয়ায়
বাসনার ঝড়ে বাসন্তী উড়ে
স্পর্শিত পাঁপড়ি কাঁপে থরে থরে।
দূরন্ত যৌবন উন্মাদ গর্জন
তৃষিত প্রান্তর বিরহি অন্তর
মিলনে অধীর কামুক বসন্তের ঝড়ে।
বাসনার আগুনে জ্বলে ফাগুনে
বিরহি বহ্নি নয়ন পাতে
কামনার ঠোঁটে জ্যোৎস্না ফুটে
একাকী শয়ন নিশীথ রাতে।