আমার সেই ঝরা পাতা বেজেছে কেন
মর্মরে; উদাসী হাওয়ায় চরম ইতিতে?
কিছু কি তবে আছে বাকি; লুকানো
কোন গোপন ব্যাথাতে, চরম পিপাসায়!
কেন তবে দহন জাঁগে অনলের চরম সীমায়;
ভাবের ঘরে গোপনে পুরে শেষ বিচার,
বন্ধ্যা নাটকের শূন্যতম লিপিকাও তবু;
তাকায় ফিরে পিছন পানে, কিসের অনুরাগে!
কে জানি, কোন সে হাওয়ার নিবিড় উত্তরী
আসে উড়ে, সেজে এমন বৈশাখী ঝড়,
ভিজতে হে বিদায় ফাগুনে; ভ্রমর মন যায়
ফিরে ঐ হারানো নগরের ধূসর প্রাচীরে,
পিপাসার চরম তৃষায়; জাগে তিয়াষ নতুন
গানের ছন্দে, ভাসতে সুরে জীবন চালাতে,
ঝরাপাতায় ঝড়ুক যেন অমৃত শ্রাবন, সেই
চরম ইতির নীরব বিদায়ে; তোমার প্রস্থান।
গোপন তবে অসীম তৃষা জাঁগবে ফিরে ফিরে,
বিদায়ক্ষণে; নীরবেতে ফিরে তাকিয়ে,
এবার তবে মিটুক তিয়াস, মিটুক পিয়াস গরলের
শেষ পিয়ালায়; দাবানলে সকল বৃক্ষ পুড়ে,
তোমার চোখের অসীম অমৃতে, তোমারই
আগুনের পরশমণির হীরক ছোঁয়ায়,
অসীম আলোর অরুণ প্রকাশে; হৃদয়ের শেষ
দুয়ারে তোমায় সাজিয়ে, ঝরা পাতার তিয়াস।