যদি জানতাম, আসবে এমন প্রবল ঝড়ের
প্রলয় বেগে; সন্ধা মেঘের ঘূর্ণিঝড়,
নুইয়ে দিতাম সকল শাখা নীরবে দাঁড়িয়ে,
ভাঙতে তবে একে একে প্রেমের আঘাতে!
কোথা আর হল দেখা পথ চলাতে, পুড়েছে-
ডাল সব সংসার দাহে মিছে জালে,
দহিত সে শাঁখের এখনো তিয়াস হে,
মিশে যেতে তোমারই বাদলের অমৃতধারা,
পুড়ে পুড়ে জীবন তাপে জেঁগেছে তৃষা ভিজতে
সে শ্রাবনে; দহনের নগরে সিন্ধুপ্রবাহ,
কোথা আর ঝরল মিলনের সে বাদল ভিতরে-
বাহিরে, গেছি সরে দূরে বাহির জগতে।
সবই গেল চলে একে একে নিজ নিজ পথে,
নীরবে কেমন পথ ঘুরিয়ে রবে - নীরবে,
তাকিয়ে ছিলাম শূন্য কত পথে, যদি আসে
হারানো ভোরের মৃত মঞ্জুরি নতুন কুঁড়িতে,
কোথা আর ফুটল সে কুসুম; মনের ভ্রমরে
কমলদলে, হারানো মিতার অভিসারে,
যদি জানতাম; তারও পরে আরও আছে
বাকি নিয়তির বিধানে; সংসার যজ্ঞে,
তবে খুলে দিতেম সকল দুয়ার চরম পুলকে,
ক্ষনে ক্ষনে; বিজলির মত আঘাত সইতে,
তবেইতো জ্বলত প্রেমের সে দীপক অরুনশিখাতে,
নিশিরাতে গভীর আধারে; সূর্যোদয়।