ঝড় এসেছে ভীষন বেগে
নীরব সমরে গোপন আঘাতে,
তারি মাঝে এসেছো তুমি কোন
প্রচিরের সেকাল বিহারেতে,
বুঝি নাইতো গোপন খেলা,
হাস্যে মেলার ঐ অভিনয়ে,
হ্রদয় খুলে প্রান যে মেলে করেছি
বন্দন সকলি আমার দিয়ে!
কেন তবে গোপন তারে বাজালে
আমায় চরম অনল দহনে,
দিনে দিনে পুড়েছে মন দহিত
তারে তোমার খেলার মাঝে,
খেলার পুতুল ভেঙেছে গড়েছে,
নদীর পারের বালুঘর সাজে,
কত আশা হাত বাড়ালো শূর্ন্য
মনে নীরব ভেলায় ভেসে!
সাঁজেরো বেলায় মেঘলা
আকাশে ডাকলো কে যে রবে,
কত খেয়াল ঘুরেছে মনে নিবিড়
মেলায় কবির প্রণিধানে,
হ্রদয় আমার বলল কথা চম্পা
চপলায় ভীষন তার ডাকে,
খুলে দিলাম সকল দুয়ার ঝড়ের
আকশে তীব্র বেগের মাঝে!
কে এসেছে গোপন ছোঁয়ায় গান
বাজিয়ে সকল তালেতে গেয়ে,
হঠাত তবে লাগল সুর সকল
তারে সব তরঙ্গে অনুরাগে,
যত ছিল পাপেরো অনল,
ভিজেছে ধারায় কার করুনায়,
এমন জনমে হেরি তোমায়,
কাঙাল হয়ে পূর্ন আমি হে!
যত তাপ জমেছিল তৃষিত মরুতে
অনাচারে মৃগতৃষার খুঁজে,
ঝড়ে গেল সেই ঝড়েতে,
নব মুকুলে নুতন ভোরে সূর্যোদয়ে,
ঝড় তবে তুই; আয় নেমে আয়-
দিনে রাতে করুনাসিন্ধুতে,
তারই ধারায় ভাঁসি যেন সকল ঘাঁটে,
গানে গানে পত্র পুষ্পে হেসে!