সমুদ্রের উত্তাল তরঙ্গে কিছু প্রাণ নয়,
ভাসছে মানবতা,
প্রতিটি নিশ্বাসে প্রবাহিত ক্ষোভ, ঘৃণা,
বিশ্বের নিরবতা।
নির্লজ্জ সম চেয়ে দেখছে অসহায়ের,
বাঁচার আকুতি,
নারী শিশুদের ক্ষুধার্ত প্রাণের সরব,
চিৎকার মিনতি।
হে বিশ্ব বিবেক! কোথায় তোমার বুলি
মানবাধিকার?
আমরা জানি না কিছু, শুধু জানি
মানুষের অধিকার।
ওদের বাঁচতে দাও, স্থলে দাও ঠাইঁ,
বিশ্বের বুকে,
দেশের সীমানা ভেঙ্গে ফেলো সবে,
মানবতার সুখে।