আমি এক ঝরা পাতা-
সবুজের রং হেরে
পড়ন্ত যৌবনের বিবর্ণ উপাখ্যান।
মগ্নচিত্ত নিরেট নিস্তব্দতা,
বুকের গভীরে অন্ধকারে
দুঃসহ দিনান্তের জমাট পাষান।
প্রেয়সির বুকে কান পেতে
ছিন্ন পাতার মর্মরে
ভালবাসায় ক্লিস্ট অভিমান।
ফুল ফুটে সুবাস লুটে
ফুলের সাথে বন্ধন টুটে
পবনোর্মিতে উড়ে সুবাস ফুল ছেড়ে
হারিয়ে যায় অচেনা সুদূরে,
জীর্ণ ঝরা ফুল মাটিতে নিঃস্ব পড়ে রয়!
সুবাসের প্রণোদনা বাতাসে ভেসে
দূরে কারো ভালবাসায় কোমল নিশ্বাসে
আপন অভিলাসে ঘটায় শূভ পরিণয়।
ঝরা ফুলের ব্যাথাভরা বুকে
বিবাগী আর্তনাদ কপাল ঠুকে
সুবাস যে এখন আর ফুলের নয়!
ফুলের বনে ফুল পাপড়ি পাতার সনে
সুষমাময় জীবন যাপনে
ফুলের বুকে ছিল যে ভালবাসার নীড়,
এখন বেঁচে থাকার ইচ্ছেরা সেখানে
ভেসে যায় বক্ষভেদী ক্রন্দনে
প্রবঞ্চিত অন্তরে কেবল যন্ত্রনার ভীড়,
স্বপ্নহারা স্বপ্নেরা দুঃস্বপ্নের জাল বুনে।
সুবাস যে হারিয়েছে কোথায়
কার বুকের নিঝুম অজানায়
ফুল তা নাহি জানে,
এখন আর ফুল ফুটেনা ফুলের মনে।
ঝরা পাতা ঝরা ফুল স্বপ্নহীন সঙ্গীন
প্রতীক্ষার প্রহরে বাজে দুঃখের বীণ
দিনে দিনে পাপড়িরাও ঝরে পড়ে।
ঝরা পাতার হৃদয় ক্ষরণ
কেউ করেনা অবলোকন,
ঝরা পাতা জরাজীর্ণ অবহেলা অনাদরে।
দৃষ্টিটা ক্রমশঃ হয়ে আসে ক্ষীণ,
ঝরা পাতা ঝরা ফুল স্বপ্নহীন সঙ্গীন।
বিবর্ণ ফিকে রং কাউকে কাছে টানেনা
ভালবাসা জাগায়না কারো মনে,
রঙ্গীন দুনিয়ায় সবাই সব রঙ্গীন চায়।
ঝরা পাতা ঝরা ফুলের সঙ্গীন সময়
ব্যাথাতুর হৃদয়ে ব্যাথাকেই করে সঞ্চয়
বৈভবহারা জীবন ধূলোয় গড়ায়,
কষ্ট বুকে নিশ্চিহ্ন হয়ে যায় অবশেষে।
আমি এক ঝরা পাতা,
আমি এক নিঃস্ব ঝরা ফুল।
হৃদয়ের আকুতি হোক যতই ব্যাকূল
কারো ভাবনা আমায় নিয়ে নয় মশগুল
ভালবাসার প্রত্যাশা হয়ে যায় ভুল।
ব্যর্থতার গ্লানি বুকে
সব দুঃখের পাঠ চুকে আমিও একদিন
ধূলোর মাঝে হয়ে যাব লীণ,
চীরতরে হারিয়ে যাব মাটিতে মিশে,
মরণে যবনিকা টানবে জনমের ভুল,
আমি এক ঝরা পাতা, আমি ঝরা ফুল!