আজকের স্মৃতিগুলি কাল হয় বাসি
আজকের কান্নাই কাল ছিলো হাসি,
আজকের ফোঁটা ফুল কাল যাবে ঝরে
আজ যারা খুব কাছে কাল যাবে সরে।
আজ যে সবখানে পায় খুব দাম
সময়ে কাল সেই হবে বুড়োভাম,
আজ যাকে রেখেছো আপনার বলে
কালের অতলে কাল সেও যাবে চলে।
আজ যাকে ভাবো তুমি পুর্ণিমা চাঁদ
কাল সেই দেবে ছুড়ে ঘৃনা, অপবাদ,
সময় এমনই খেলে নিষ্ঠুর খেলা
সকালের আমীর ভিখারী সাঁঝবেলা।
জীবনের যত সুখ, যত শোক তাপ
অলখেই জমে সেথা পুণ্য বা পাপ,
পাওয়া না পাওয়ার ছলে হাঁসা আর কাঁদা
সময়ের নিয়মেই সব কিছু বাধা।