বলবো না আর ভালোবাসি
বলবো না আর ভালোবেসো,
বলবো না আর ফাগুন এলে
ফাগুন হয়ে ফিরে এসো।
বলবো না আর পলাশ ফুটুক
শুকিয়ে যাওয়া ডালে-ডালে
বলবো না মন নেচে উঠুক
ফাগুন ফেরার তালে তালে।
বলবো না আর গেয়ে উঠুক
ছন্নছাড়া বিশ্রী এ মন,
ব্যথার ডালি ফের সাজাতে
ফাগুন আসার কি প্রয়োজন!
শিমুল বনে মুখ লুকিয়ে
হাসি কিছু নষ্ট হাসি,
তবু ফাগুন ফিরে এলে
আবার তোমায় ভালোবাসি।