আমি মানুষ বলে কি!
আমার রক্তজলে চলছে হলিখেলা,
আমি মানুষ বলে কি!
আমি পাচ্ছি অশ্রদ্ধা, অবহেলা।
আমি মানুষ বলে কি!
দুবেলা দুমুঠো অন্ন আজ সংহার,
আমি মানুষ বলে কি!
বঞ্চিত হিয়ায় স্তব্ধ প্রাণসঞ্চার।
আমি মানুষ বলে কি!
আমার বাঁচিবার নেই অধিকার,
আমি মানুষ বলে কি!
হায়েনার গ্রাসে নেই নিস্তার।
আমি মানুষ বলে কি!
সম ঘৃণা দাও ঠেলে দূরে,
আমি মানুষ বলে কি!
স্থান আমার ভাগাড়, আস্তাকুড়ে।
আমি মানুষ বলে কি!
আমি হতে পারবো না সভ্য,
আমি মানুষ বলে কি!
চিরদিন মোরে রাখবে বন্য।
আমি মানুষ বলে কি!
শুনতে পাওনা চাপাকান্নার আর্তনাদ,
আমি মানুষ বলে কি!
নিঃস্ব আমার আহাজারী ফরিয়াদ।
আমি মানুষ বলে কি!
এভাবে রবে- কত যুগ, কত কাল?
আমি মানুষ বলে কি!
আসবে না ভোর ভেঙ্গে এ শৃঙ্খল?