একদিন আমি থাকবোনা
আমার এই ধরনী মাঝে।
দেখবে না আর কেউ আমায়
এমনি কোন সাঁজে।।
এইতো নিয়ম ধুলির ধরায়
চিরন্তন রীতি।
বিদায় তোমায় নিতেই হবে
জন্ম নাও যদি।
মরতে তোমায় হবেই হবে
একথা নিশ্চয়।
মরার কথা ভাবতেই তবু
কেন লাগে ভয়।
সুন্দর এ ধরনী দেখেছি যারে
সারাটা জীবন ধরে।
ঘুরেছি-ফিরেছি ভোগ বিলাসে
স্বাস লয়েছি বুকভরে।
চারিপাশে কত বন্ধু স্বজন
গড়েছি কত যতনে।
গড়েছি গাড়ী-বাড়ী ইমারত
ভরেছি শত রতনে।
কত স্নেহ-মায়া মমতায় ভরা
কেটেছে সময় রংগে।
রং মেখে কত সং সেজেছি
ছুটেছি কতনা ঢংগে।
সুখ স্মৃতিভরা সুখের এ স্বর্গ
কেমনে ছাড়িয়া যাই।
ছাড়িতে হইবে মনে পড়িলেই
অন্তরে ব্যাথা পাই।
তবুও একদিন নিয়তির নির্দেশে
দিতে হবে পাড়ী।
জানিবেনা কেউ কখন আমি
এ ধরনী গেছি ছাড়ী।।