মিথ্যার জয়জয়কার আজ সর্বত্র
মানুষ ভুলে গেছে তাদের কর্তব্য!
ইঁদুরদৌড়! কে জেতে প্রতিযোগিতায়
চারিদিকে কেবলি অসত্যের হয় জয়!
মিথ্যার প্রতিযোগীতায় কে বেশি?
এসব নিয়ে চলছে প্রদর্শন পেশির।
সত্যি বলতে আজকে যেন মানা,
অত্যাধুনিক যুগেও রয়েছি কানা।
সত্য-মিথ্যা বাছাই বড় মুশকিল,
সত্যবাদী -কে বা সুশীল কুশীল?
মিডিয়াকে চাবকে মিথ্যার প্রচার,
ক্ষমতার মোহে এ কেমন আচার?
দিনকে রাতের আবরণে ঢাকছে,
ন্যায় বিচার আজ দুয়ারে কাঁদছে।
নিরীহ জনতারা করছে আহাযারি,
মিথ্যাবাদীর চলছে সর্ব খবরদারী।
নিরপরাধী বন্দি আজ দোষীরা মুক্ত,
সত্যি প্রকাশে হবে কারাগার সংযুক্ত।
কতদিন এই জুলুম চলতেই থাকবে?
বিচারের বাণীসব মুখ বুঝে কাঁদবে?
জাঁগোরে তরুণ মন, মিথ্যাকে বন্ধে,
দূষিত সমাজ আজি মিথ্যের গন্ধে।
সত্যে দিয়ে কাঁপাও মিথ্যাবাদীর মন,
সত্যের জয় হবে, হোক জীবনের পণ।