ও বাবুর মা-
হবে না গো, আর এমন করে দাও ক্ষমা।
কদিন হোল মোর মন দিল কিছু ভালো না,
সহিতে, পারি না গো, এতো ব্যথা বেদনা।


ও বাবুর মা-
সঞ্চিত যতো প্রেম সবি দিয়েছি সঁপি তমা।
এখনো সচল কি? জ্বালাময়ী তীব্র অভিমান,
কি দিয়ে যে ভাঙ্গাই মান জানিনা গো জান।


ও বাবুর মা-
খোল দ্ধার দেখ চেয়ে যুগল প্রেমে বন্দি রমরমা।
পারি না, গো আর বহিতে একা ব্যহত জীবন,
আঁকা বাঁকা, ফাঁকা পথেও তুমি যে সাতকাহন।


ও বাবুর মা-
ভুল গুলি ফুল ভাবি হই দুজনের স্নিগ্ধ সুষমা।
এই শ্রাবণ প্লাবনেও কি মনের জানালা খুলিবেনা,
অনল দহনে জ্বলিছে মমি নেই কো তব ভাবনা।


ও বাবুর মা-
কতো কাল হোল আহ্লাদে হয়নি বলা প্রিয়তমা।
দেখো বাবুর মা, আমি অক্ষম সহনে যাতনা,
শত দুঃখ কষ্টেও বাবুর মা, মানি ভুলিবে না।
এতোটুকু আশা স্বপ্ন নিয়েই চলেছি পথ নিরবধি,
ঠিকিই বাবুর মায়ের ভাঙ্গিবে মান হবে সুমতি।