প্রেম ও ঘৃণা
সুখ ও দুঃখ
আকাশ ও মেঘ
অদ্ভুত সমীকরণে জ্যামিতিক টানাফোড়ানে-
টুপ করে ডুবে যায় অভিমানি চাঁদ
সূর্যগন্ধী মেঘের উ'পৃষ্টে লিখে
রেখেছি তোমার নাম,
ওহে! রক্তিম জোৎস্নার সম্মোহনী চাঁদ
তোমাকে হারায়ে খুঁজি অসহ্য অমাবশ্যায়;
পৌষের মধ্যরাতে অনাদরে কুয়াশা চাদরে
আমার চোখে রক্ত বৃষ্টি ঝরায়
রচিত হয় বিনিদ্র রাতের অগনিত উপাখ্যান,
নোনা জ্বলে ভাসে কষ্ট লাল নীল কবিতায়।
নিয়ত ঘুরি উড়ানো সন্ধ্যা বিভ্রান্ত হয়;
এখনো চন্দ্র-বন্দনা শেষে আকাশে চাঁদ দেখি
তবে সে আকাশ কখনই যে আমার নয়।