কত ভাবের গান আসে কানে সুরে - বেসুরে;
কত ছন্দের গোপন বীণায় ভেসে,
নিমন্ত্রনের লিপিকায় কেঁদে, গভীর আবাহনের-
গোপন ডাকে দিনে রাতে; অকারণে,
আমি দেখেছি শুধুই সজল ধারা বইছে হৃদয়ে;
শ্রাবন বাদলের অসীম বর্ষনে,
দেখিনি কখনো মরীচিকা প্রশ্নে; দ্বিধায়,
দেখেছি শুধু অমৃত ধারা হৃদয় দুয়ারে,
তাই বিষও কেমন সয়ে গেল প্রাণে,
এত শত চরম আঘাতের পুষ্প- মালাতে,
তোমার প্রেমের অমৃত দানে,
ফুটেছে কুসুম মৃত ডালে; অসীম প্রাণের স্পন্দনে।
কাঁচা রঙের কত আবিরে, এসেছে কত রঙীন-
নিজেরে ঢেকে, আলোময় পোষাকে,
দিনে দিনে সে রঙ হারাল ধূসরে,
আবরণ গেল উড়ে কোন প্রকাশের আলেয়াতে,
তবু আমি মেখেছি রঙ, রেশমী তোমা ঐ ধূসর-
ডালের জীর্ণ শাঁখে; বসন্তের আবরণী-
নিজের সকল রঙ বিলিয়ে নীরবে,
তোমায় রাঙাতে প্রেমেরই আলোতে বারে বারে,
কি প্রেম দিয়েছ আঘাতের অমৃতে, বিষ পানে-
এসেছে আনন্দ তোমারই দানেতে।
উঠেছে ঝড় যে সময়ের স্রোতে,
অভিমানের মিছে গরলে নিজেরে হারিয়ে তবে,
আবার হারাল সে মান তোমারই প্রেমের-
আনন্দরসে, মেঘদূতে উড়ে,
পেয়েছ কি সে পরশ হৃদয়ে; অনুভবের শিখাতে-
জ্বালি প্রদীপ তোমারই নামেতে,
গোপন সে শিখা জ্বলছে নীরবে দিনে রাতে,
তোমারই হাওয়ার অনুরাগে,
জীবনতরী আসে ফিরে বারে বারে, তোমার ঘাটের-
পুণ্য তীরে সকল ভুলে; অঞ্জলিতে।