কখন আমার পূর্ণ হবে শূন্য হৃদয়;
গানে গানে সকল দানে তোমার প্রেমে,
পথ চলার এ অভিনয়ে যাই যে ফিরে কাছে
এসেও ধূলার কোন জীর্ণ কণার তরিহীন ঘাটে,
কবে আর হবে সে অমৃত স্নান;
শ্রাবনের পুণ্য ধারায় ভিতরে - বাহিরে পূর্ণ ভিজে,
উদাস হাওয়া কোথা হতে আসে উড়ে;
পিছনে টেনে দাবানলে আবার পুড়াতে,
কেন তবে পুড়ি এমন মর্মরেতে,
গন্ধবিহীন কালো ধোঁয়ার রিক্ত আবরণে!
কারে পাব নতুন করে সবুজেরই চরম রঙ,
জাঁগে তৃষা বন্ধ চোখে গোধূলি সীমায়,
কোথায় আর পাই তোমারে মরীচিকার মায়াজাল,
ঘুরি পথে দ্বারে দ্বারে নীরব অভিমানে,
কোথায় আর এল মুকুল মাধবীর মরমিতে,
তোমার হৃদয় কুসুম হতে নব জীবনে!
তবু আমার জনম হয় পাপের শত আঁধারে,
তোমারই নামের লিপিকাতে,
আবার সে মৃত তৃষা দেখে মেঘ ইশান কোণে,
জাগে তিয়াষ আসবে তুমি কবিতায়,
কত যুগ ঝরেনি বাদল আমার সে মৃত নদে,
পুণ্য সলিলে তোমায় হারাতে গানে,
সাজিয়ে দিও সে লিপিকা তোমার কথার;
তোমার নামের বিভূতিতে আমার কলমে!
কবিতার সে সুপ্ত ভাষায় থাকো তবে নতুন হয়ে,
যেন হয়গো দেখা শব্দধারায় নবনীতে,
ফিরে ফিরে আসব তবে তোমার দুয়ারে
সকল ভুলে, অভিমানের গোপন নিরঞ্জনে,
হবে তবে পুণ্য স্নান তোমারই নামের লহরীতে,
গোপন ঢেউয়ে নিবিড় পরশে কবিতায়।