প্রহর কাটে গেয়ে বিরহের গান
শুণ্য হৃদয় করে শুধু হাহাকার,
জানি না গানের হবে কি অবসান
হবে কি শেষ লেখা এ কবিতার।
প্রহর কাটে পথ পানে তাকে চেয়ে
যে ধূলিতে আঁকা রয়েছে পদ চিহ্ন,
আমার এ পথ আঁধারে আছে ডুবে
ইচ্ছেরা আজ অনিচ্ছেতেই ভিন্ন।
ভালবাসা কাঁদে স্মৃতির ছবি এঁকে
তুলি ভিজিয়ে চোখের নোনা জলে,
গুমরে কাঁদে এ মন থেকে থেকে
জীবন রবি যায় যে অস্তাচলে।
দিবস ফুড়ালো তবুও হলো না বলা
বোবা ভাষাগুলি মন মাঝে বাকরুদ্ধ,
ঠিকানা বিহীন একাই এ পথ চলা
তবুও হলো না প্রাণ খুলে তাকে বলা;
তুমি হীন কষ্ট আমার দিব্যি সুখে!