রোজ দেখি বাতায়ণে ফোটে কত ফুল
রোজ দেখি জীবনে জোটে কত ভুল,
রোজ দেখি বয়েসটা কমছে তো কমছে
রোজ দেখি ইচ্ছেরা তিলে তিলে দমছে।
রোজ দেখি পৃখিবীটা কি ভীষণ পাল্টায়
রোজ পাতা যায় ঝরে আশাভরা ডালটায়,
রোজ রোজ অনিচ্ছেয় কতজনই মরছে
রোজ রোজ হিসেবটা কেবা আর করছে!
রোজ তবু ভাবি যা হচ্ছে সে ভালো
এই বুঝি মেঘ সরে এসে গেল আলো,
রোজ দেখা স্বপ্নটা রোজ যায় ঝরে
বাঁচি তবু প্রতিদিন আশা বুকে করে।
রোজ কাছে থাকা সব প্রিয়জন যারা
যাচ্ছে একটু করে রোজ সরে তারা,
ব্যাস্ত জীবন আজ যান্ত্রিক যেনো
পৃথিবী আর মানুষেরা পাল্টায় কেনো?
রোজ ভাবি সকলের সব ভালো হোক
ঘুচে যাক সকলের সব ব্যথা শোক,
জীবনটা ভরে যাক হাসি-খুশি গানে
পৃথিবীতে বেঁচে থাকা এই হোক মানে।
বেঁচে থাকা সে হোক সকলের ত্বরে
সবাই সবার হোক প্রতি ঘরে ঘরে,
স্বর্গের মত হোক এ পৃথিবীর মাটি
সোনার চেয়ে সবার মন হোক খাঁটি।