পোড়া পেটের জ্বালা রয়েছে তাই
মাঝে মাঝে কিছু কবিতা বেচে খাই,
মাঝে মাঝে আমি তোমাকেও বেচি গল্পে
পটভুমিতে অথবা মধ্যকল্পে।
মাঝে মাঝে বেচি সমাজের কিছু কথা
দৈন্য দশা অথবা নিরবতা।
মাঝে মাঝে বেচি নিজেকে সস্তা দরে
অভাব যখন হানাদেয় কুড়ে ঘরে।
শুধু মনের অভাব মনেই রয়ে যায়
কিংবা কোনো গল্পে কবিতায়,
কখনো কখনো মেলে কিছু হাত তালি
এ পোড়া পেট থেকে যায় সেই খালি।
কালে ভদ্রে মেলে স্বীকৃতি স্বারক
শোকেস টেবিল সে সব বোঝার ধারক,
দূরে কিংবা কাছে যত জন থাকে
কবি মনের কজনে খবর রাখে।
মাঝে মাঝে তাই বেচি চোখের জল
দীর্ঘশ্বাসকে করে নিয়ে সম্বল,
তাই সুখে বা দুর্দিন দুর্বিপাকে
কবি শুধু তার কবিতায় বেঁচে থাকে।