আজ তুমি অতীত,
তোমার সব জমকালো প্রতিকৃতি
স্মৃতির পোড়া বাড়ীতে অযত্নে ঝুলছে
তোমার সমস্ত কথা,
প্রেম ভালোবসা
যে স্মৃতির বাক্সে ছিল
তা তলিয়ে যাচ্ছে অথৈ সাগরে।
ঘন হয়ে আসছে আকাশ
কালো মেঘের প্রচন্ডতায়,
হয়ত: কোন এক সময় বৃষ্টি আসবে
সেই বৃষ্টি স্মৃতির পূনর্জন্ম দেবেনা
বরং ধুয়ে মূছে সাথে নিয়ে যাবে
তোমার সমস্ত স্মৃতি,
মনে পড়বেনা আর কখনো তোমায়,
হারিয়ে যাবে তুমি
যে ছিলে আমার সমস্ত হৃদয় জুড়ে।