অ ভাই ঞ্জানী গুনী,
বিদ্যান পন্ডিত শুনেছি আপনি,
আসুন না, আমরা এই দুজনে,
নাহলে গোপনে, আপন মনের সনে,
নিরবে নিরজনে বসি,
একটুখানি ঐ হিসাবটা কষি,
খাতাকলম ধরে ভাল করে জীবনের একটা ছবি আঁকি ॥
কোন কোন দায়,
পড়ে আছে আজও অনাদায়,
লেখা আছে দাগে দাগে জায় জায়,
হিসাব লবে, দিতেই হবে তারে বুঝায়,  
লোকে কিবা মহাজনে, কোন খাতে কে কত পায়,
ওরে বোঁকা মন, এ জীবন যে এক শুভংকরের ফাঁকি ॥
কোন্ কাজ জরুরী প্রয়োজন করা,
আর কোন্ বড় কাজ, আজও হয়নিই ধরা,
কোন্ কাজ ধরেছ তবে, আজও হয়নি করা সমাপন,
কেন এসেছিলে এ ভবে, হয়েছে কি তা জানা, হয়েছে কি সে সাধন,
কত বড় এ জীবন আর, ঠিক কতদিন তার, রয়েছে বাকী ॥
কার কাছে কত বকেয়া ঋন,
শোধিতে হবে, তবে কবে সেই একদিন,
এ জীবন ও প্রাণ, যবে সব ধনজন হবে শূন্যে বিলীন,
তুমি কি আসলে কানা,
অনেক পূরনো সে হিসাবখানা,
কে পাওনাদার, কত তোমার দায়দেনা,
কারো পাওনা কেউ কোনদিন ছেড়ে দেবেনা,
আছেকি স্বরন, তার চেহারা বদন, জানা সে ঠিকানা,
তোমার দারুন বুদ্ধির ঠক,
নষ্ট করেছে কিবা দেয়নি কার কোন হক,
কত আর, সরাও এবার, চোখের ঢাকনা আর মনের চালাকি ॥
কেন হয়না সুমতি,
দেনাপানা আর লাভক্ষতি,
কথা শোন রশিটা ধর, ঠিক কর লক্ষ্য গতি,
নাহলে রয়েছে কপালে, অনেক আপদ নিদান ও র্দূগতি,
মনে নেই, নেইকি স্বরন,
নাকি তা অভিনয়, ব্যাপারটা এমন,
চারিধারে দেখি এক প্রাচীরের ঘের,
ক্ষুদ্র সীমানা, তাইকি দেখনা, তোমার চোখের,
শাহী রাজ দরবার,
যেথা হবে কেউ নহে কার,
কোন পথ আর নাহি রবে পালাবার,
ধোকা প্রতারনা চালাকি ফাঁকি গোজামিল কারচুপির নাই কারবার,
বালামের খতিয়ান,
কার কাছে কে কত দেনা আর কে কত পান,
কভূ মুছে যাবেনা, আছে অডিও ভিডিও আর নিজ দেহটার স্বাক্ষী প্রমান,
ওরে ভাই, বলো কেমনে রাখিবে তাই, লুকিয়ে ঢাকি ॥
এক খেলাপী ঋনদার,
অপরাধী আসামী দাদনের কারবার,
কেন মন অচেতন, তার দেহটা অসার,
নাই পেরেসানি তাড়না, কেমনে ঘাটগুলি হবে পার,
তুমিনা সুজন, ভালোর চেয়েও ভাল, সৃষ্টির শ্রেষ্ঠ হবার দাবীদার,
বড় গলায় কথা বলা, দাপিয়ে মাটি কাঁপিয়ে চলা, ফিটফাট পোষাকের বাহার,
কর্দমা আর নানা কলঙ্কের কালিমা গায়েতে মাখি ॥
যত পায় তত চায়,
বেহিসাবে চলে খায়,
নাই কেন অনূভবে চেতনায়,
অজানায় বোঝা ভারি হয়যে মাথায়,
যত মন্দভাল সাদাকালো বোধ বিবেচনায়,
অনেক ঘাটতি গলদ মোদের দেখা শেখা ও চেনাজানায়,
এসো ভাই, ভূলে গর্ব অহমিকা বড়াই, বেশী করে পড়ি, গবেষনা করি, জানি ও শিখি যা এখনও বাকী ॥  
মোহ ও নেশার ঘোর,
যেন এক চতুর বিবেকের চোর,
কেমনে পসিবে আলো ঘটিবে সকল ভালো, হবে সোনালী ভোর,  
বুদ্ধি বিবেক ও তৃতীয় নয়ন অঁচল,
দোচোখে যার নেশার যাদু মোহের ঢল,
তা কি হয়, অসীম অদেখা আর অজানার এ বিশ্বটারে করিবে জয়, ঘরের সকল জানালা দ্বোর বন্ধ রাখি ॥
ছোট্ট এ জীবন অল্প সময়,
দমেদমে তার, হচ্ছে বেগে ক্ষয়,
মূল্যহীন কাজে বাড়ে অযথা ঋন, কেন আর অনাহুত অপচয়,
ভাল যে কাজগুলি হয়নি করা কি ধরা রয়েছে বাকী,
করো ভাই, আজই এখুনি তাই, একটি ক্ষন আর বসে না থাকি ॥