তুমি ইতো দাও, তিমিরে ভরা রাত, তবেকি চাইবনা ভোর,
মোর দোচোখের ঘোর, মোহ আর মায়ার ডোর, ঐ জালেতে জড়াও ॥
তোমার মন মেজাজ বুঝা অতী ভার,
ধনী কি গরীব, কে দূষমন কেবা বন্ধু, আর তুমি বেশী আপন কার,
কখনও ভাঁড়াও,
না দিয়ে কিছু, আবার কখনও তাড়াও,
কখনও দেখি যেন ডুবাতে চাও, অকূল সাগরে আমার ছোট্ট নাও ॥
আমার কিছু নাই,
আমিযে বড় অসহায় তাই,
থালা বাসন, এই মাটির আসন সামান্য ঠাই,
কখনও দেখি তাও, র্নিমম হাতে আঁধার রাতে, ঐটুকুই কেড়ে নিয়ে যাও ॥
আমি এক র্বগা চাষী,
যে কাজটা প্রিয় বেশী ভালবাসি,
জানিনা তুমি আসলে কি চাও, অ মহাজন জমিদার,
আমি যার এক নগন্য অধম ইজারাদার, আমায় দিয়ে তাই করাও ॥
এক ক্ষুদ্র সীমার মাঝে বন্দি,
রাজার সনে গোপনে সেইতো গোলামীর সন্ধি,
ছোট্ট মাটির খাঁচায়,
যখন আমি আপন সীমানায়,
আর রাজায় তার বিশাল সারা দুনিয়ায়,
আমারও দেখিতে মন চায়, চন্দ্র সূর্য তারকায়,
অপার মহিমা আর অবাক বিস্ময় তার কি আছে কোথায়,
সবার বড়,
চীর অবিনশ্বর,
নিরাকার নহে জড় মহাশক্তিধর,
তুমি সব করাও কর, জলে স্থলে অন্তরিক্ষে বিচড়, ভাংগ গড়, মারো বাঁচাও ॥
সে দিনটি আসবে তবে কবে,
বাবার কথা, আমার নাকি মস্তবড় বাড়ী হবে,
তা হয়নি, না হোক তবু কোন নালিশ নাই আমার ভবে,
কষ্টগুলি বানিয়ে আশা, মনের ঘরে রেখেছি ঠাসা, কে তার দায় লবে ও দরদী হবে,
তুমি ছাড়া বলো, আর কে আছে,
চাহিতে আর হাত পেতে নিতে যাব কার কাছে,
মোর কাফেলায় যারা আছে ভাই, কোথায় যাই, তুমি যদি ঠাই আশ্রয় নাহি দাও ॥
আমার কেন হলোনা তবে,
চুরি করে নাকের ডগায় বড়বড় কত বাড়ী করল সবে,
বলো কি ছিল মোর অপরাধ,
সে কি তবে মিথ্যে হবে তোমার খুশী আমার সাধ,
নহে আক্ষেপ নয় প্রতিবাদ, যাই বলো আরজি কিবা ফরিয়াদ, এমন কাজে আমারে ভরাও ॥
নগন্য অধম গোলাম তোমার,
দীনতা আর অক্ষমতার পাহাড়,
এত চাহি তবু কেন সাধ্য নাহি তার,
সাধ আছে সাধ্য নাই, কেন দিলে এত ভার,
শোনতে পাই চোখে দেখি মজলুমের হাহাকার,
ইচ্ছে করে ছুটে যাই করি কিছু সেবা কিবা উপকার,
র্আত পীড়িত অসহায় নিরুপায় এ জগতে কেউ নাই আর কিছু নাই যার,
জুলুমের মসনদ পূড়ে হোক ছাই, নাহলে এইটুকু চাই, মানূষ হবার নেশা তাদের মাথাতে চড়াও ॥
হতে চাই ভাল মানূষ আর তোমার প্রিয় দাস,
তোমার দুনিয়ায় করিতে আলো আর ভালোর চাষ,
অনূভবে চেতনায় দেখেশুনে কষ্ট পাই প্রতিদিন বার মাস,
ঞ্জানী গুনী ও ভালর যেন নাই ঠাই,
বলো তুমি কি পারনা ও কিবা তোমার নাই,
মানূষ নামের মানূষ আছে দেখি যেন সারা দুনিয়া বোঝাই,
র্মূখ আর মন্দ জনে আজিকে কেন সমাজের সরদার, বাকীরা কেন চাটুকার ও তাবেদার কেন তা জানতে চাই,
তবুও তারাই যেন কূলীন জাত আর সবার উপরে আসন এমন সমঝদার, বুঝি সবাই করে তাই শ্রেষ্ঠ হবার বড়াই,
একটা ইস্কুল খুলে, ধরে হাতে ও চূলে, আমি হবো তার পাহারাদার কিবা কেরানী,
তুমি যদি চাও, এমন যারা ঐ তাদেরে টেনে আনি, তুমি তোমার পাঠ ও বাণী ভাল করে পড়াও ॥
কেন এমন,
বলোনা তাদের জীবন,
আর কেউ নয় শুধু তারাই আপন,
নিজে আর তার বউ ও পূত্র কন্যা গন,
অনেক র্অথ বিত্ত বেসাত ধন, নাই প্রয়োজন তবু আরও উর্পাজন আর শুধু ভোগ বিনোদন,  
আপদে আর কষ্টে আছে সব ধনীরা তাই, আলো আর ভালোর আবাদ চাই, তুমি তাই বাড়াও, তাদেরে তড়াও ॥  
সে কাজ যেন চলে,
তোমার বলে কলা ও কৌশলে,
আর লক্ষ কোটি বছর ব্যাপী তার সুফল ফলে,
না হয় যতদিন,
শোধ মহাজনের দাদনের ঋন,
আর আমার নামে মহারাজার, খাস কূটূম হবার দাওয়াতখানা যতদিন না পাঠাও ॥