সইগো, একবার যদি, তার সনে তোর হয় দেখা ॥
এ হৃদয় নদী, শুকিয়ে চৌচির,
আমি অন্ধ আর, হয়ে যায় আমার শ্রবণ বধির,
আমার সাধ বাসনা আর যত তৃষিত আশাগুলি বিষাদের কালিমা মাখা ॥
যখন কথা হবে, খবর লবে জানবে তার কাছে,
আমার বড় জানতে ইচ্ছে করে, আমাকে ছেড়ে সে এখন কেমন আছে,
এই মোর সেই পরাজয়,
কন্টক ভরা শত কষ্ট যাতনাময়,
সে ইতো করেছে, আমার চলার পথ আঁধারে ভরেছে, ঢাকা পিছল সরু ও বেকা ॥
দয়া করে তারে বলবে তুমি,
মম বুকের ভিতর বিশাল ঐ পতিত জমি,
আজও তার লাগি খিল পড়ে আছে, আমি যার এক কোণে আছি পড়ে, পাতার ঘরে একা ॥
বসে থেকে তার আশায়,
বোঁকা মন বুঝিতে মানিতে নাহি চায়,
জানি সে আসিবে না আর, এ পাতার আংগীনায়,
নাহয় আমি বিষাদের ফাঁদে, সেতো রয়েছে মজে পরম পাওয়ায়,
তবু আমি ধন্য, তার সে দানের জন্য, হোক সে এক নির্মম ভাগ্য লেখা ॥
নব বধূ লয়ে সে,
নতূন প্রেমের পরশে ভেসে,
পাবে জানি কত যাদুর নেশার মধু সুখ,
আমার চাষের কানন, হলো বুঝি পোড়াবন, বিরান এ সবুজ বুক,
আমারে করে বিমূখ, স্মৃতির ঘরে থেকে, বুকের পাঁজরে এঁকে তীক্ষ্ন ছুড়ির নির্মম আঁচড় রেখা ॥
নাহয় ভেংগেছে আমার মন,
কষ্ট হলেও আমি তা লয়েছি মেনে করেছি বরণ,
সেইতো আমার অহংকার, আমিতো করিনি কারো সুখ হরণ,
এখনও সুখের আশায়, যদিও মোর বিষের জ¦ালায় যায় যায় প্রাণ,
হিসাবে দেখা যায়, ভালবাসার ব্যাবসায় হয়ে গেছে মোর বড় লোকসান,
পেতে গিয়ে সব হারিয়ে, এলো সাঁঝ ঘনিয়ে, তবু বিজন ঘাটে ঠায় দাড়িয়ে, অনেক কিছু হলো শেখা ॥