ধন্য আমি ধন্য, ধন্য হয়েছি আমি ধন্য ॥
মানূষ নামের এই পরিচয়,
মহারাজার নগন্য এক গোলাম হয়,
তূল্য কিবা সম তার, এ দুনিয়ার কিছুইতো নয়,
বুকে লয়ে মাথায় বয়, সেইতো এক পরম পাওয়া, হইনি কিছু অন্য ॥
রোশনী ঝিলমিল,
নাই ফাঁকা তার এক তিল,
আলো আর ভালোয় ভরা কিলবিল,
শান্তি সুখের সে যেন এক বিশাল বিল,
নাহয় সব কিছু মোর হলোইবা কমকম,
তাতে কি আসে যায়, সেতো যাবেই হারায়,
দুদিনের দুনিয়ায়, রহস্যের আলোছায়, নাহয় হলেমই আমি অধম ও নগন্য ॥
সেইতো এক পরম পাওয়া,
আলোর মাঝে ডুবে হারিয়ে যাওয়া,
নিত্য সারাদিন, ভালোয় শুধু দোল খাওয়া,
সেতো শুধুই তোমার, অসীম অপার, তব ঐ মহিমা আর করুনারই জন্য ॥
সাত রাজার ধন,
সোনার ময়ুর সিংহাসন,
এত দাসী বাদী ভোগ বিনোদন,
ছোট্ট জীবন, শূন্য হাতে হয়রে গমন,
কি প্রয়োজন, হয়ত আরও কমে যেত মোর দাম,
আমি শেষে তবে কি করিতাম, যদি আমি সব হারাতাম,
এই অধমের নাম, খাস গোলামের তালিকায়, যদিরে হায় না হতো গন্য ॥
আবু হকে বলে,
রাজা বাদশাহ হলে,
তাতেও ছিল কতনা ভয়,
জানমাল ও মান হারাতে হয়,
দুঃক্ষময় কত ঘটনা দায় ও বিস্ময়,
হিংসা ও ক্রোধের বশে খুনের জোয়ার বয়,
রাজ্য যায়, প্রাণটাও হয় দায়, কত করুন হারমানা ও বিজয়,
কতকি ঘটে বিবেক দেয়না সায়,
মানূষ মানবতা হারায়, পশু হয়ে যায়,
কত যূলূম অবিচার, তার ইচ্ছাটার কায়েম চায়,
বেশী ধন, বেশী বিলাসিতা ভোগ বিনোদন ও বেশী ক্ষমতায়,
ছলে কৌশলে বলে যেভাবে পারে, তার রাজ্য ঐ সমাজটারে বানায় উম্মত্ত প্রমোদশালা যেন অরন্য  ॥
যদি আমি হতে পারি,
মহামানব মহানবীর অনূসারী,
ফিরে যাবার আগে, চলে নিজ বাড়ী,
আলাদা ভিন, যেন নাই কোন ঋন এমন,
ছিল বিত্ত ধন, বিশাল রাজ্য, কোটি প্রজাগন,
ছিলনা তাদের মানূষের মন, জঘন্য হীন ঘৃন্য জীবন ছিল একেবারে যেন হিংস্র বন্য ॥
মুসাফির যাযাবর,
বানিজ্য বসতি বেখবর,
বেঁচাকেনা লাভক্ষতি হিসাবের পর,
বদলে যাবে সকল দৃশ্যপট,
খুলবে যখন ঢাকনা তলের রহস্য জট,
লেনদেন দায়দেনা, কই গেল তা হিসাব মিলেনা, মহাজনের দাদনের পণ্য ॥
অসীম ও অফুরান,
মহারাজার নেয়ামত ও দান,
এ জীবন ধনজন ভোগ বিণোদন মহা মূল্যবান,
যাহা কিছু আর যেটুকু সময়,
কিছুই তার, প্রাপ্তি নহে মোর যোগ্যতার, তুচ্ছ নগন্য নয়,
কি তার মূল্য দিয়েছি, আমি যা পেয়েছি সবইতো তার অনন্য ॥
চাইনা, যা নহে আমার, শুধু দুদিনের ধার, কিছুই এমন,
চাই, যেটুকু দাতার মনে ধরে আর হাতে উঠে তাই, হে রাজন তব প্রসন্ন মন,
যেটুকু পেয়েছি হাতে,
তাতেই যদি হরষে মাতে,
দিয়েছ তুমি ঢেলে মোর পাতে,
মম দেহমন পঞ্চ হৃদয় দিনেরাতে,
হলোইবা এমন নাহয়, দোষ কি তাতে,
এ জীবন জনম আমার নাহয় জলে ভাসা তৃনকূটো সম,
যদি হতে পারি পরীক্ষায় পাশ, যাচাই বাছাই এ সেরা ও উত্তম,
সেইতো আমার সুখ, মহা চীরকাল টিকে থাকুক, তব চরনে নত শির মম,
হে প্রভূ নম নম, আর কিছু নয়, পরম কাম্য, যেন ভাগ্যে হয় কপালে সয়, তব মমতা সোহাগ আদর যতন ভিন্ন ॥
মানূষ নামের মানূষ নহে,
করে কিছু দান, দানের সামান্য প্রতিদান, সহে ও বহে,
সত্য কহে, অক্ষম অসহায় ও অচলের ভার আপন শিরে তুলে লহে,
রাজবাড়ীতে রাজকূটূম এর সাদর সম্ভাষনে ও আদর আপ্যায়নে হতে পারে বরেন্য ॥
জন্মেছি আমি লভেছি প্রাণ তোমার সৃষ্টির সেরা,
নহে গাধা গরু বানর সজারু হনূমান শুকর কিবা ভেড়া,
হইনি ইনসান নামদার,
মিথ্যা ও মন্দে হয়নি যে পরাজয় হার,
অনাদায় কোন দায়ভার নেই মাথায় হয়ত আমার,
হে প্রভূ মালিক আমার, আলো আর ভালোটার পথ দেখাবার,
সেইতো আমার কোটি কৃতঞ্জতা, পেয়েছি বারতা ও শোকর দরবারে তোমার,
হতাশা বিষাদ আর দীনতার ভারে, যেজন আর চলিতে নারে, ঘাটেঘাটে হারে তেমন হীনমন্য ॥