কজনের আছে কজনে পেয়েছে রাখে সে খবর,
পরকে করিতে আপন, আহারে কত আপনজনা হয়ে গেছে পর ॥
পদ্ম পুকুর, ফটিক দীঘি, শাপলা বিল,
মম খেয়ালে যেন বাসনার বেহালে কোন সে বিষের ছোবলে এক বিশাল শ্বশান খিল,
নিরব নিরস বিজন নিথর, আমার ভুবনের এক স্বচ্ছ সরোবর ॥
কে সে একজন,
আহা সে জ্বালা ও ক্রন্দন,
কেউ দেখেনা ও করেনা শ্রবন,
অন্তর তলে গহীনে জ্বলে বিষের দহন,
ছিল যেজন আমার ছিল অতীশয় আপন,
আমারে করেছে কাঙাল কেড়ে নিয়ে এই মন,
এমনি আমার বেহাল দশা যেন মোর হয়েছে জিয়নে মরন,
পলকে যায় হারিয়ে, দেখি যেন ঠায় দাড়িয়ে ধরে মোর দেউরী, দ্বোর বাতায়ন,
যেন কোন নেশাতে আমি মও বিভোর, সে কোন ঘোর আজও জুড়ে আছে মোর সারা দেহমন,
আমার ভুবন, অদেখা ময়ুর সিংহাসন, এই পোড়া মনের অন্ধকারে বন্ধ গোপন ঘর ॥
সে যেন এক ভূতের বাড়ী,
তবু কেন পারিনা আমি যাইযে ছাড়ি,
তবে কি আমি দেহমনে এ জীবনে গিয়েছি হারি,
মোর মধুর ভাবনাগুলি, কে যেন বারবার দেয় ছেড়ে তার বাধন খুলি, ঘূমখানি লয়ে করে কাড়াকাড়ি,
যদিও হয়েছে, মোর মন মজে রয়েছে আজও এখন, অস্থীর ছটফট চঞ্চল আনমন এক মুসাফির যাযাবর ॥
কখন কিভাবে কি হয়েছে,
জানিনা কেমনে হলো এ জীবন মিছে,
সামনের পথ রুদ্ধ আমার, তাইতো বারবার তাকাই শুধু তিক্ত পিছে,
ঘূমহীন রাতের শেষে একদিন অতি ভোরে,
দ্বোর খোলে দেখি আমি ওরে উজানের বানের তোড়ে,
ভেসে গেছে মোর কল্পনার বাসর, বালুতে ভরে মম সাজানো বাগান হয়ে গেছে এক বিশাল ধূসর বালুচর ॥
আমার ভাংগা রথ পথের বাঁকে মোখ থুবরে পড়ে আছে,
দোষ দেবো কার, কেন এ র্নিমম উপহার, সে ব্যাথার কথা আমি বলব কার কাছে,  
সাধ আছে তবে সাধ্য নেই মোর তারে কিছু দেই,
যে গেছে হেরে সে কোন অধিকারে কিবা গায়ের জোড়ে প্রিয়জনকে কেড়ে তুলে নেই,
যে জীবনের উপর, বয়ে গেছে এমনি এক দূরন্ত দামাল বেসামাল তান্ডব ঝড় ॥
হয়ে গেছে সব বিরান,  
সকল স্বপ্ন আশার হয়েছে অবসান,
ঝাপটে ধরে, বারবার শুধু আমারে কাতর করে,
স্মৃতিগুলি কেন তবু নাহি মরে, ছায়া হয়ে যেন মোর চারিধারে বিচড়ে,
বেঁচে আছে বীরহে কাতর হওয়া আমার বঞ্চিত ভালবাসার মায়া মমতার এক আধমরা অন্তর ॥
কিযে কষ্ট বেদনা,
মনযে হয়ে আছে মরমের আয়না,  
কিছুতেই আহারে যেন তাহারে ভোলা যায়না,
ঝরঝর অস্ফুট কান্না কেউ শোনেনা, দেখেনা ও বুঝেনা,  
দিনগুলো হারানো, অবসরে কাঁদানো জমাট বাধানো এই বুকের পোড়া অন্তরের ভিতর ॥
আমার উড়াল পংথী মন পাখনা বিহীন,
সারা অংগ তার ছিল সাত রঙে মাখানো রঙীন,
আজও বহিছে সে, শোধ না হওয়া সে কোন প্রেমের ঋন,  
কেউ যদি প্রশ্ন করে, হয়ে যাব আমি আরও কমদামী জিয়নে মরে, কি আছে তোমার কাছে তার প্রেমের চিন,
যায় যাক মুছে স্মৃতি বদলে গেছে ঝলমলে দিন, নয়ন বদন মরচে ধরে করেছে তামাটে ধূসর ॥
দুঃখের সনে মিলিয়ে হাত,
ছেড়েছি আমি সব অভিযোগ সংঘাত,  
গুটিয়ে স্বপ্নগুলি আর আমি চাইনি সুপ্রভাত,                                                                                            
সে কাল কি আর আছে এখন ভাত খাব ধূয়ে জাত,
জীবন জুড়ে যার, নেই কোন ভালো দিন বিনা শুধু তিমির রাত,
আঁধারে সব আলো মোর হয়েছে বিলীন,
শাপলা শালুক পদ্মহীন মোর হৃদয় জলাশয় আজ যেন এক বিষাদে অন্তরীন দিগন্তহীন শুকনো প্রান্তর ॥
তবু বেহায়ার মত কেন আহারে,  
মনে কয় দেখিতে কাতর যেন শুধু তাহারে,  
কেন তার ঐ কল্পনার এক সাজানো নকল বাহারে,
সব হারিয়েও পারিনি হতে ফরিয়াদী,
বাদী নহে তবে এক ভাগ্যাহত অক্ষম অপরাধী,
হায় আর কি পাওয়ার আশায় জানিনা এখনও এবুক বাধি,
কূল ভাংগা কূলে সে ও কি নতূন ভূলে রচিতে চাহে অমর প্রেমের মাটির সমাধি,  
হোকনা মরনের কাছাকাছি,
যখন আমি এত বীরহেও এখনও বেঁচে রয়েছি,
কেন তবে অবহেলা কল্পলোকে খেলিতে সারাবেলা লুকোচুরি কানামাছি,
জানিতো আমারই হবে হার, দোষ কি তবে আর, আমিতো হয়েই আছি তার জনমের দূষমন পর ॥
উড়ে উড়ে,
বেড়ায় খুঁজে বেড়ায় ঘূরে,
অজানা অচেনা কাছে ও দূরে,
দেশ দেশান্তরে, কেনরে কেমন করে,
এই মন হয়ে অনূচর তবু আমি খুঁজে ফিরি ঐ সুন্দর যে আমার পাষান দোসর ॥
শুনিবে কে বুঝিবে কে মোর মনের কথাগুলি যত,
কে হবে আর কবে, বন্ধু আমার মনের মানূষ কিবা এত প্রিয় তার মত,
আমি হতে পারিনি নহে তার পতি,
করিনি কভূ তার কোন উপকার কিবা সামান্য ক্ষতি,
আমার এই সারাটা জীবন ভর, শেষে পর হয়েই ঘর বেধেছি নিরুদ্দেশে, করে তার উপর র্নিভর ॥
তবু কেন এই মন আহত র্মমাহত,
সারাক্ষন বসে অ মোখের শত ছবি আঁকায় রত,
যেথা যেই বিধাতায়,
তারে কায়ঃমনে পূঁজিতে মন চায়,
জ্বালিয়ে আগর ধূপ,
হয়ে ও রয়ে ধ্যানে মগন নিথর পাথর চুপ,
যদি ভরে যেত হায়, তার পরম পাওয়ার মহিমায়, মম গহীন হৃদয় কূপ,
দিয়েছে ঢেলে, তার করুনার আধার খানার ঢাকনা ফেলে, জগতের যত রুপ অপরুপ সব সুন্দর ॥
তোমরা সবে দেখতে যদি চাও,
এসো তবে আমার সনে ঐ কাফেলায় নাম লেখাও,
আশায় থাকো ভরসা রাখো তোমার চাওয়া পাও কিবা না পাও,  
ঐ পথটা ধর, সবর কর, যেজন ওরে সবার বড় তার কাছেই আগে যাও,
ভোগ ও বিনোদন দাও ওরে বির্সজন, মনের কোরবানী আর ধনের ত্যাগ দেখাও,
দেনাপানা যাহয় হবে,
আপন দায় নিজেই নিজের মাথায় লবে,
হতে হবে সাহসী অনূগত বিনয়ী ও বিশ্বাসী অনূচর,
ওরে মন সংগে নিতে রাখিও কিছু সম্বল ধন, যখন আসিবে সমন হবে তোমার আমার শেষ সফর ॥